নতুন কিছু লিখতে বোলো না আমায়
কারণ –স্বকালের পুলকসঞ্চারী সকল কথামৃত
বিস্মৃত অতীতের চর্বিতচর্বন বৈ আর কিছু নয়
বিশ্বাস করো -যা দেখছো কিংবা দেখবে বলে চড়ামূল্যে অগ্ৰিম টিকিট কেটে রেখেছো
সবকিছুই আসলে কুশলী কুশীলবের
ঐন্দ্রজালিক অভিনয়কলা-সমৃদ্ধ
চক্রক্রমিক সুখদুঃখ আর হাসিকান্নার পুনঃমঞ্চায়ন
চারশত ষাট কোটি বর্ষ বয়ঃক্রমের
আইবুড়ো সুর্যের প্রাত্যহিক বন্দনায়
যুগোপযোগী যন্ত্রানুষঙ্গের যে নব্য প্রভাতসঙ্গীত
যুগযন্ত্রণা প্রশমনে ধন্বন্তরি বিবেচিত হতেই পারে
বাণীব্রত বিবেচনায় সেও কিন্তু নতুন পানপাত্রে পরিবেশিত এক সুপ্রাচীন মদ্যবিশেষ
দয়া করে আমাকে নতুন কিছু লিখতে না বলে
ইথারের মহাফেজখানায় সুদক্ষ ডুবুরি পাঠাও
সুমেরীয় মাছরাঙার অভ্রভেদী চোখে
তন্ন তন্ন করে খুঁজে দেখলে
হয়তো সে পেয়েও যেতে পারে
গিলগামেশের সহস্রাধিক বর্ষ পূর্ব থেকেই
রচিত হয়ে থাকা মানবিক চিন্তাভাষ্যের
অনুরূপ কোনো অনন্যকুশল মহাকাব্য