Alekh

মহাকাল 
 
ওটা পাপ নয় প্রগতি…
আমার নিঃশেষিত চোখের জলে 
এখন আর নদী ভরে না…
তাই কৃত্রিম প্রেম সীমারেখা টপকায়…
আমার প্রতিটি কোষে যে নিঃশেষিত 
বার্তা ধীরে ধীরে শিকড় ছড়ায়…
সেখানে কে যেন সহসা লক্ষ্মণরেখা 
ডিঙ্গায় অজান্তে…
এক কসমিক এনার্জি সব শিকড় 
উপড়ে ফেলে  নতুন উদ্যানের আশায়…
আমার চেতনায় তখন মহাকালের 
অনন্ত  আহ্বান..
 
_______________________________
লাশ 
 
আমি একটার পর একটা লাশ 
বয়ে নিয়ে চলছিলাম…
বছরের পর বছর…
লাশ গুলোর অনেক আকাঙ্ক্ষা ছিল…
অনেক স্বপ্ন…
তবু, আজ ওরা শুধুই লাশ…
স্বপ্ন থেকে অনেক দূরে…
দূরবীনে চোখ লাগালেও কাছে 
আসে না…
একটা ভো কাট্টা ঘুড়ি হয়ে হারিয়ে যায় 
নীল আকাশে…
আমি শুধুই নীরব দর্শক…

By Alekh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *