এই কলকাতা শহর দিল্লীর কারফিউ মানেনি।
শরীরে দৃঢ় নিশ্চিত বসন্তের পোশাক গলিয়ে
রাজপথে হেঁটেছে
ঝরা পাতার মর্মর আর্তনাদে।
হোক কোনও কবিতার জন্ম আজ
যা থেকে গলা কাটা যেতে পারে কোনও কবির।
ধ্বংস ততক্ষণ পর্যন্ত তাঁরই হাতে লেখা
যতক্ষণ পর্যন্ত সে সৃষ্টি বন্ধ করছেন।
মানুষের রক্তে কোনও বসন্ত নয়,
আজ পালন হোক প্রতিটা কবির বসন্ত
কবিতার আবিরে।